বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে কৃষি পরিসংখ্যান বিভাগ ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এ বিভাগের বিজ্ঞানীগণ ধান গবেষণায় পরিসংখ্যান পদ্ধতিসমূহের সঠিক ও কার্যকর প্রয়োগ বিষয়ে মৌলিক ও ফলিত গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছেন। সেই সাথে ব্রি পরিসংখ্যানবিদগণ ব্রি-র অন্যান্য গবেষণা বিভাগের বিজ্ঞানীদের তাঁদের গবেষণাগার ও মাঠে পরীক্ষণ পরিকল্পনা (experimental design) প্রণয়ন, তথ্য-উপাত্ত বিজ্ঞানসম্মতভাবে সংগ্রহ, বিশ্লেষণ ও ব্যাখ্যা বিষয়ে পরামর্শ ও কারিগরী সহায়তা প্রদান করে থাকেন। এছাড়া, বর্তমানে তাঁরা ধানের উৎপাদন বৃদ্ধি ও টেকসই উন্নয়নের মাধ্যমে খাদ্য নিরাপত্তা অর্জন বিষয়ে বিভিন্ন আঙ্গিকে গবেষণা ও সহায়ক সেবা প্রদান করছেন, যার মধ্যে উল্লেখযোগ্য কার্যক্রমগুলো হচ্ছে ধান গবেষণায় আদর্শিক পরিসংখ্যানিক নকশা, পদ্ধতি উদ্ভাবন ও প্রয়োগ উন্নীতকরণ, ধান গবেষণায় দূর অনুধাবন (remote sensing) ও জিআইএস প্রযুক্তির প্রয়োগ, সহায়ক সেবা এবং গবেষণা ও অফিস ব্যবস্থাপনায় আইসিটি ও উদ্ভাবনী সেবার মাধ্যমে ই-গভর্নেন্স ও ই-কৃষি প্রতিষ্ঠা।
কৃষি পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান
মোঃ ইসমাইল হোসেন (পিএইচডি)
সিএসও এবং বিভাগীয় প্রধান