Wellcome to National Portal
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd জানুয়ারি ২০২৫

আঞ্চলিক কার্যালয়, টাঙ্গাইল

ব্রি আঞ্চলিক কার্যালয়, ধনবাড়ী, টাঙ্গাইল ২০২৩ সালের ৭ নভেম্বর টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার ঈদগাহ মাঠ রোডে ১ টি ফ্ল্যাট ভাড়া নিয়ে অস্থায়ী অফিস স্থাপনের মাধ্যমে ব্রি আঞ্চলিক কার্যালয়, ধনবাড়ী, টাঙ্গাইল যাত্রা শুরু করে। ব্রি আঞ্চলিক কার্যালয় টাঙ্গাইল সদর থেকে ৬২ কিমি এবং গাজীপুর হতে ১২৩ কিমি এবং ঢাকা থেকে ১৪১ কিমি দূরে অবস্থিত। এই স্টেশনটি কৃষি পরিবেশিক অঞ্চল ৭, ৮, ৯ এবং ২৮ এর কিছু অংশে (টাঙ্গাইল জেলার ১২টি উপজেলা এবং জামালপুর জেলার ৭টি উপজেলা) গবেষণা কার্যক্রম ও ব্রি উদ্ভাবিত বিভিন্ন জাত ও প্রযুক্তির সম্প্রসারণ পরিচালনা করবে।
 
এই স্টেশনের মূল উদ্দেশ্য ও লক্ষ্য হলো টাঙ্গাইল ও জামালপুর জেলায় ব্রি উদ্ভাবিত নতুন ধানের জাত সম্প্রসারণ, ধান আবাদে সমন্বিত ও সুষম সার ব্যবহার বৃদ্ধিকরন, স্থানীয় সমস্যা যেমন: ধানের ব্লাস্ট, টুংরো, পাতাপোড়া, খোলপোড়া ইত্যাদি রোগ দমন, ধানের মাজরা পোকা, বাদামী গাছ ফড়িং, সবুজ পাতা ফড়িংসহ অন্যান্য ক্ষতিকর পোকা দমন ব্যবস্থাপনার মাধ্যমে জেলাসমূহের মোট ধানের উৎপাদন বৃদ্ধি করা। এছাড়াও কৃষকদের আধুনিক ধান চাষাবাদ কলাকৌশলের উপর প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করে তোলা এবং সরেজমিনে ব্রি উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি ও আধুনিক খামার যন্ত্রপাতি প্রদর্শনের মাধ্যমে কৃষকদের অনুপ্রাণিত করা এর অন্যতম লক্ষ্য।  এই লক্ষ্য অর্জনে নিজস্ব কার্যক্রম ছাড়াও ব্রি প্রধান কার্যালয়ের বিভিন্ন গবেষণা বিভাগের আঞ্চলিক গবেষণা কার্যক্রম যেমন, ধানের জাত ও উৎপাদন প্রযুক্তির এবং খামার যন্ত্রপাতির স্থানীয় অভিযোজন, বাস্তবায়নে কারিগরি ও অন্যান্য সহায়তা প্রদান করে থাকে।
 
এই কার্যালয়টিতে রাজস্ব খাতের ১ জন সিনিয়র সায়েন্টিফিক অফিসার, ১ জন স্টোর অফিসার এবং এলএসটিডি প্রকল্পের ৭ জন কর্মকর্তা-কর্মচারী যথা: ১ জন বৈজ্ঞানিক কর্মকর্তা, ১ জন বৈজ্ঞানিক সহকারি, ১ জন মেকানিক কাম অপারেটর, ১ জন হিসাব রক্ষক কাম কম্পিউটার অপারেটর, ১ জন ল্যাব টেকনিশিয়ান, ১ জন ল্যাব এ্যাটেনডেন্ট ও ১ জন গার্ড কাম কুক দ্বারা পরিচালিত হয়।

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            

 

 

 

 

 

 
 
টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয় প্রধান
ড. মসউদ ইকবাল
ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রধান
 

 

 
আঞ্চলিক কার্যালয়ের সাফল্য
 
আঞ্চলিক কার্যালয় প্রধানসহ বিজ্ঞানী ও কর্মকর্তা
 
 
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি
 
শুদ্ধাচার কৌশল (NIS) সম্পর্কিত কর্মপরিকল্পনা
 
ক্রয় পরিকল্পনা 
 
প্রকাশনা
 
ফটোগ্যালারী