ব্রি আঞ্চলিক কার্যালয়, রংপুর ১৯৯১ সালে প্রতিষ্ঠা করা হয়। কার্যালয়টি রংপুর বিভাগীয় শহর হতে প্রায় ৭ কিলোমিটার পশ্চিম দিকে সর্পিল তিস্তা প্লাবনভূমি অঞ্চলে (কৃষি পরিবেশ অঞ্চল-৩) অবস্থিত। এ কার্যালয়ের ৬.০৭ হেক্টর জমির মধ্যে প্রায় ৪.০৫ হেক্টর জমি গবেষণা কাজে ব্যবহৃত হয়। এখানকার মাটি বেলে দোআঁশ ধরণের, স্বল্প অম্লযুক্ত (পিএইচ ৬.৪) এবং এতে জৈব পদার্থের পরিমাণ কম ((১.২-১.৩%)। এ অঞ্চলে বার্ষিক মোট বৃষ্টিপাতের পরিমাণ ২১৯২ মিলিমিটার। ব্রি আঞ্চলিক কার্যালয়, রংপুর প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্যগুলো হচ্ছে: (ক) বৃহত্তর রংপুর-দিনাজপুর অঞ্চলে বোরো ধান আবাদের অন্যতম সমস্যা শীতকালীন শৈত্যপ্রবাহ মোকাবিলায় চারা অবস্থায় ঠান্ডা সহিষ্ণু উফশী বোরো ধানের জাত উদ্ভাবন, (খ) রোপা আমন মৌসুমে আকস্মিক বন্যা ও খরা সহিষ্ণু উফশী ধানের জাত ও স্বল্প জীবনকালের গন্ধিযুক্ত উফশী ধানের জাত উদ্ভাবন, (গ)আউশ, আমন ও বোরো মৌসুমের জন্য স্হানীয় কৃষি পরিবেশের (কৃষি পরিবেশ অঞ্চল ১, ২, ৩, ৭, ২৫ ও ২৭) উপযোগী উফশী ধানের জাত উদ্ভাবন, জাত পরীক্ষণ, চাষাবাদের আধুনিক কলাকৌশল উদ্ভাবন ও সম্প্রসারণ, (ঘ) সরকারী ও বেসরকারী সম্প্রসারণ প্রতিষ্ঠানের সম্প্রসারণ-কর্মী ও কৃষকদের আধুনিক ধান চাষের কলাকৌশল সম্পর্কে কারিগরি ও প্রশিক্ষণ সহায়তা প্রদান, এবং (ঙ) কৃষক ও কৃষি প্রতিষ্ঠানসমূহের জন্য ধান উৎপাদন বিষয়ক তথ্য সেবা প্রদান। এ কার্যালয়টি বর্তমানে ১ জন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ২ জন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, ৪ জন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং ৯ কর্মকর্তা-কর্মচারী দ্বারা পরিচালিত হয়।
|
ড. মোঃ রকিবুল হাসান
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রধান