১। অনুকূল পরিবেশ উপযোগী ও বিভিন্ন ধানের জাত পরিক্ষণ ও চাষাবাদের আধুনিক কলাকৌশল সম্প্রসারণ।
২। সমন্বিত ও সুষম মাত্রায় সার প্রয়োগের মাধ্যমে মাটির স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কিত তথ্য ও সহায়তা প্রদান।
৩। ধানের সবচেয়ে ক্ষতিকর রোগ: ধানের ব্লাস্ট, টুংরো, পাতাপোড়া, খোলপোড়া দমনে/প্রতিরোধে প্রযুক্তি উদ্ভাবন/উন্নয়ন ও কৃষক পর্যায়ে সম্প্রসারণ।
৪। ধানের মাজরা, বাদামী গাছ ফড়িং, সবুজ পাতা ফড়িংসহ অন্যান্য ক্ষতিকর পোকা দমন ব্যবস্থাপনা প্রযুক্তি উদ্ভাবন/উন্নয়ন ও কৃষক পর্যায়ে সম্প্রসারণ।
৪। ব্রি-র বিভিন্ন গবেষণা বিভাগের আঞ্চলিক গবেষণা কার্যক্রম যেমন, ধানের জাত, শস্য বিন্যাস, সার ব্যবস্থাপনা, সেচ ব্যবস্থাপনা, কৃষি তাত্ত্বিক ব্যবস্থাপনা, ধান চাষাবাদ বিভিন্ন প্রযুক্তির এবং খামার যন্ত্রপাতির স্থানীয় অভিযোজন, বাস্তবায়নে কারিগরি ও অন্যান্য বিবিধ সহায়তা প্রদান করা।