ম্যান্ডেট (করণীয়)
1। ধান উৎপাদন ও টেকসই খাদ্য নিরাপত্তার জন্য গবেষণার ক্ষেত্রে পরিসংখ্যানিক নকশা, পদ্ধতি ও প্রয়োগ তৈরী ও উন্নীতকরণ।
2। অত্র ইনস্টিটিউটের গবেষকদের চাহিদা অনুসারে নকশা ও উদ্ভাবনী প্রোগ্রামের দ্বারা উন্নত সেবা প্রদান যার মাধ্যমে বিশ্বমানের গবেষকদের প্রতিষ্ঠানটির প্রতি আকর্ষণ, রক্ষা ও তৈরী করতে সক্ষম হয়।
3। গবেষকদের প্রয়োজন অনুসারে পরিসংখ্যান বিষয়ক বিভিন্ন উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা ও বিস্তৃতির লক্ষ্যে পরিসংখ্যান বিষয়ক প্রোগ্রাম গ্রহণ করা।
4। ধান গবেষণায় পরিসংখ্যানগত মান ও প্রয়োগ উন্নীতকরণ।
5। গবেষক/বিজ্ঞানীদের উদ্ভাবনীর ক্ষেত্রে পরিসংখ্যানগত সমাধান প্রদান।
6। গবেষণার সর্বক্ষেত্রে পরিসংখ্যানগত পদ্ধতি ছড়িয়ে দেওয়া।
7। ধান উৎপাদনের ভৌগলিক বিষয়ক, শারীর তাত্ত্বিক, পদ্ধতিগত প্যার্টান ও অবস্থার তথ্য ডাটাবেজ তৈরী করা এবং স্থানিক বিশ্লেষণের মাধ্যমে তা প্রস্তুত করা।
8। ধান সর্ম্পকিত ডেস্ক স্ট্যাডিজের জন্য দূরবর্তী স্ট্যাডি ম্যাপ ও কাঙ্খিত এলাকায় কৌশলগত পরিকল্পনার জন্য দূরবর্তী মাঠ পর্যবেক্ষণের ব্যবস্থা করা।
9। ব্রি’র সমগ্র আইসিটি নেটওয়ার্ক ব্যবস্থা ও রক্ষনাবেক্ষণ করা এবং সর্বশেষ তথ্যানুযায়ী আপডেট করা। এছাড়া ব্রি’র নেটওয়ার্কের নিরাপত্তার স্বার্থে সামগ্রিক নেটওয়ার্ক ব্যবস্থাপনা সিস্টেম (এনএমএস) তৈরীকরণ।
10। এমএস এবং পিএইচডি গবেষকদের বিভাগে প্রোগ্রাম জমা প্রদানের সাম্ভব্যতা যাচাইয়ের মাধ্যমে অভিজ্ঞতা অর্জনের জন্য কাজ করার সুযোগ তৈরী করে দেয়া।