বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর ধানের জাত উন্নয়ন কর্মসূচীর একটি গুরুত্বপূর্ণ অংশীদার হলো কৌলিসম্পদ ও বীজ (Genetic Resources and Seed-GRS) বিভাগ। ব্রি-তে ১৯৭৪ সালে জিনব্যাংক (genebank) প্রতিষ্ঠার পর থেকেই দেশী-বিদেশী নানা উৎস থেকে সংগৃহিত ও প্রাপ্ত ধানের বীজ (germplasm) পদ্ধতিগতভাবে সংরক্ষণের কাজ শুরু হয়েছিল উদ্ভিদ প্রজনন বিভাগের তত্ত্বাবধানে। পরবর্তীতে ১৯৯১ সালে কৌলিসম্পদ ও বীজ বিভাগ নামে একটি স্বতন্ত্র বিভাগ প্রতিষ্ঠিত হয়। বীজ সংরক্ষণের জন্য ভৌত ও কারিগরি সুবিধাদির ব্যাপক সম্প্রসারণ ও উন্নয়ন ঘটিয়ে ২০০৭ সাল নাগাদ একটি পূর্ণাঙ্গ, আধুনিক দীর্ঘ-মেয়াদী ধান জিনব্যাংক প্রতিষ্ঠা করা হয়।
প্রকাশনা |
কৌলিসম্পদ ও বীজ বিভাগের রুপান্তর |
সিটিজেন চার্টার |
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি |
শুদ্ধাচার কৌশল (NIS) সম্পর্কিত কর্মপরিকল্পনা |
ক্রয় পরিকল্পনা |
ফটোগ্যালারী |