ব্রি আঞ্চলিক কার্যালয়, ভাংগা, ফরিদপুর ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। নিম্ন গাঙ্গেয় প্লাবন ভূমি অঞ্চলে (কৃষি পরিবেশ অঞ্চল-১২) অবস্হিত এই আঞ্চলিক কার্যালয়ের প্রধান উদ্দেশ্যে ও লক্ষ্য গভীর পানির ধানের জাত ও উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন ও উন্নয়ন এবং গভীর পানির ধানভিত্তিক শস্য বিন্যাস উন্নয়ন। ব্রি আঞ্চলিক কার্যালয়, ভাংগা-র গবেষণা খামারটিতে মোট জমির পরিমাণ ১০.২৮ হেক্টর যার মধ্যে ৮.১৯ হেক্টর গবেষণা ও বীজ উৎপাদনে ব্যবহৃত হয়। এই খামারটি নিম্নভূমি এলাকার অন্তর্গত, যা প্রতি বর্ষা মওসুমে প্রায় ২.০ মিটার গভীরতায় প্লাবিত হয়। খামারের মাটি পলি এটেল-দোঁআশ প্রকৃতির, জৈব পদার্থসমৃদ্ধ। উপযুক্ত যত্ন ও পরিচর্যায় এখানে আধুনিক উফশী ধানের জাতগুলো বাংলাদেশে জাতীয় গড় ফলন অপেক্ষা উল্লেখযোগ্যভাবে বেশী ফলন দিয়ে থাকে।