শেরে বাংলা এ কে ফজলুল হক, কবি জীবনানন্দ দাশসহ অনেক গুণীজনের শহর, বরিশাল-এর প্রাণকেন্দ্রে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয়, বরিশাল অবস্থিত। শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় ৫ কিলোমিটার দূরবর্তী সাগরদি ও চর বদনায় দু’টি নয়নাভিরাম গবেষণা খামারের সমন্বয়ে এই আঞ্চলিক কার্যালয়টি গঠিত যার মোট আয়তন ৯৬.৫৫ একর, তন্মধ্যে চর বদনায় ৭৫.৭৪ একর এবং সাগরদীতে ২০.৮১ একর । এটি দেশের সবচেয়ে পুরাতন ধান গবেষণা কেন্দ্রগুলোর মধ্যে একটি যা ১৯২৩ সালে তদানীন্তন “বেঙ্গল ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার”-এর অধীনে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭০ সালে এটি একটি আঞ্চলিক কার্যালয় হিসেবে ব্রি-র নিকট হস্তান্তর করা হয়। ব্রি আঞ্চলিক কার্যালয়, বরিশাল-এর প্রধান উদ্দেশ্য ও লক্ষ্য বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অলবণাক্ত জোয়ার-ভাটা কবলিত এলাকা (পুরাতন গাঙ্গেয় টাইডাল প্লাবনভূমি, কৃষি পরিবেশ অঞ্চল-১৩) উপযোগী আধুনিক ধানের জাত ও তার চাষাবাদ সংক্রান্ত গবেষণা পরিচালনা ও লাগসই প্রযুক্তি উদ্ভাবন। বর্তমানে এই কার্যালয়ে একজন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার নেতৃত্বে মোট ৮ জন বিজ্ঞানী এবং ২৬ জন সহযোগী কর্মী কর্মরত রয়েছেন।
ড. মুহম্মদ আশিক ইকবাল খান
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রধান