এ আঞ্চলিক কার্যালয়ের সাফল্যের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্রি ধান২৭ (আউশ), ব্রি ধান৪৪ (রোপা আমন) এবং জোয়ার-ভাটা কবলিত এলাকায় চাষাবাদ উপযোগী রোপা আমন ধানের জাত ব্রি ধান৭৬ ও ব্রি ধান৭৭ উদ্ভাবন যেগুলো ইতোমধ্যে কৃষকের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি বিষমুক্ত ধান চাষ পদ্ধতি উদ্ভাবনেও গুরুত্বপূর্ণ সাফল্য এসেছে। এছাড়া, নতুন প্রজন্মের ধান উদ্ভাবনের কার্যক্রমও এ কার্যালয়ে চলমান রয়েছে।
জোয়ার ভাটা উপযোগী উচ্চ ফলনশীল (উফশী) ব্রি ধান৭৬ ও ব্রি ধান৭৭ উদ্ভাবন।
জোয়ার ভাটা প্রবণ এলাকার জন্য আধুনিক চাষাবাদ প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তর।
ধানের রোগ ও পোকা-মাকড় দমনে কার্যৃকরী ব্যবস্থাপনা উদ্ভাবন।
প্রতি বছর বোরো ও আমন মৌসুমে ব্রিডার বীজ উৎপাদন ও ব্রি সদর দপ্তরে প্রেরণ।
প্রতি বছর বোরো ও আমন মৌসুমে মান ঘোষিত বীজ উৎপাদন ও বিতরণ।
প্রযুক্তি হস্তান্তরের উদ্দেশ্যে কৃষক, কৃষি কর্মী ও সম্প্রসারণ কর্মৃকর্তা ও কর্মৃচারীদের প্রশিক্ষণ প্রদান।
আউশ, আমন ও বোরো মৌসুমে আঞ্চলিক কর্মৃশালার আয়োজন।
বিভিন্ন মেলায় অংশগ্রহণ।
ব্রি উদ্ভাবিত জাত ও প্রযুক্তি জনপ্রিয়করণে লক্ষ্যে প্রদশনী স্থাপন ও মাঠ দিবসের আয়োজন করা।
প্রযুক্তি হস্তান্তরের লক্ষ্যে লিফলেট তৈরি ও কৃষকদের মাঝে বিতরণ করা।
উফশী জাত উন্নয়নের লক্ষ্যে ব্রি’র সদর দপ্তর হতে প্রেরিত পরীক্ষণ বা টায়াল স্থাপন।
৮টি গবেষণা পত্র বিভিন্ন জার্নালে প্রকাশ করা হয়েছে।
ব্রি সদর দপ্তর কর্তৃক প্রেরিত বিভিন্ন গবেষণা ও কর্মৃসূচি বাস্তবায়ন করা।