খামার ব্যবস্থাপনা বিভাগ ১৯৭০ সালে ব্রির জন্মলগ্নের শুরুতেই প্রতিষ্ঠিত হয়। এই বিভাগ ব্রি-র “আর্থ-সামাজিক গবেষণা ও নীতি নির্ধারণ” শীর্ষক কর্মসূচীর একটি অন্যতম অংশ। এ বিভাগ গবেষণার পাশাপাশি ইনস্টিটিউটের বিভিন্ন ব্যবস্থাপনা ও সাপোর্ট সার্ভিস কার্যক্রমেও সম্পৃক্ত থাকে। এই বিভাগের গবেষণা কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, শ্রমিকের মজুরির হার নির্ধারণ ও ধান চাষাবাদের লাভজনক উপায় নির্ণয়, বিভিন্ন আগাছা নিয়ন্ত্রণ পদ্ধতি ও তার লাভ-ক্ষতি নির্ণয়, জাত সম্প্রসারণের লক্ষ্যে উফশী ধানের বীজ উৎপাদন ও কৃষিতাত্ত্বিক প্রায়োগিক গবেষণা। বিভাগের ব্যবস্থাপনা কার্যক্রমের মধ্যে শ্রমিক নীতি প্রণয়ন, মাঠ ব্যবস্থাপনা, অফিস বাগান, সেচ ও পানি ব্যবস্থাপনা, ইত্যাদি উল্লেখযোগ্য।
খামার ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান
ড. মোঃ মামুনুর রহমান
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং বিভাগীয় প্রধান