বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলের রাজশাহী শহরের পূর্ব প্রান্তে শ্যামপুর নামক স্থানে অবস্থিত ব্রি আঞ্চলিক কার্যালয়, রাজশাহী ১৯৭৮ সালে প্রতিষ্ঠা করা হয়। দেশের উঁচু গাঙ্গেয় নদী প্লাবনভূমি কৃষি পরিবেশ অঞ্চলে (কৃষি পরিবেশ অঞ্চল-১১) প্রতিষ্ঠিত এই আঞ্চলিক কার্যালয়ের প্রধান উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে প্রতিকূল পরিবেশ যেমন নীচু তাপমাত্রা ও উঁচু, খরাপ্রবণ (গড় বার্ষিক বৃষ্টিপাত ১৪০০ মিলিমিটার) এলাকার উপযোগী উচ্চ ফলনশীল ধানের জাত ও লাগসই উৎপাদন ব্যবস্থাপনা পদ্ধতি উদ্ভাবন। এছাড়া অনূর্বর (জৈব পদার্থ মাত্র ০.৭%), ক্ষারীয় মৃত্তিকা সম্বলিত বরেন্দ্র অঞ্চলের কৃষকদের জন্য আর্থিকভাবে লাভজনক ধানভিত্তিক শস্য বিন্যাস উদ্ভাবন করাও এই কার্যালয়ের অন্যতম প্রধান দায়িত্ব। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের এই আঞ্চলিক কার্যালয়টি ৭ জন বিজ্ঞানী এবং ১৮ জন সাপোর্ট সার্ভিস স্টাফ দ্বারা পরিচালিত হয়।
রাজশাহী আঞ্চলিক কার্যালয় প্রধান
ড.মোঃ হারুন-অর-রশিদ প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) এবং প্রধান