খরা সহিষ্ণু জাত যথা ব্রি ধান৭১ ও পুষ্টি গুনাগুন সম্পন্ন জিংক সমৃদ্ধ জাত ব্রিধান৭৪ এবং ব্রি ধান৮৪ উদ্ভাবন এবং বোরো মওসুমে অধিক ফলনশীল ব্রি ধান৮১, ব্রি ধান৮৮ এবং ব্রি ধান৮৯ উদ্ভাবনে গুরুত্ত্বপূর্ন সহায়তাদান ।স্বল্প উপকরননিভর জাত ব্রি ধান ৭৫ উদ্ভাবনেও অত্র কাযালেয়ের বিশেষ ভূমিকা পালন করেছে। ইতোমধ্যে এই আঞ্চলিক কাযালয় হতে ২টি খরা সহিঞ্চু আমন ধানের অগ্রগামী সারি উদ্ভাবন করা হয়েছে। এই কাযালয় হতে বিভিন্ন লাভজনক শস্যবিন্যাস বিশেষ করে আলু-ভূট্টা-স্বল্প জীবনকালীন আমন ধান উদ্ভাবন করা হয়েছে । বোরো মওসুমে ভালভাবে বীজ গজানোর জন্য অংকুরি নামক একটি অংকুরোদগম যন্ত্র এই কাযালয় হতে উদ্ভাবন কর হয়েছে।