বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, সোনাগাজী ১৯৭৬ সালে বাংলাদেশের দক্ষিণপূর্ব উপকূলীয় অঞ্চলে বড় ফেনী নদীর পার্শ্ববর্তী এলাকায় ফেনী জেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে চর চান্দিয়া নামক স্হানে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বঙ্গোপসাগর উপকুল থেকে এই আঞ্চলিক কার্যালয়টির দুরত্ব প্রায় ১৫ কিলোমিটার। এ কার্যালয়ের মোট আয়তন ৪৫.৭৭ হেক্টর; এর মধ্যে আবাদকৃত জমি ৩৫.৭১ হে., অফিস ও আবাসিক এলাকা ২.০৪ হে., খামারের রাস্তা, খাল, বাঁধ ও আইল: ৮.০২ হে.। ব্রি আঞ্চলিক কার্যালয়, সোনাগাজী নবীন মেঘনা মোহনা প্লাবনভুমি (কৃষি পরিবেশ অঞ্চল-১৮) অঞ্চলে অবস্হিত। মাটি বেলে-এটেল দোআঁশ, পিএইচ ৭, জৈব পদার্থ অপ্রতুল (১.৪%)। চট্টগ্রাম ও রাঙ্গামাটি কৃষি অঞ্চলের আট জেলার মোট ৭০ (সত্তর) টি উপজেলা অত্র কার্যালয়ের আওতাধিন। উক্ত কৃষি পরিবেশ অঞ্চলসমূহের প্রধান শস্য বিন্যাস রোপা আমন-পতিত-বোরো। তবে সাম্প্রিতিক সময়ে আউস ধানের আবাদ বৃদ্ধি পাচ্ছে। চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলের উপকুলীয় এলাকার মৃত্তিকা লবণাক্ততার কারণে বৃষ্টিনির্ভর রোপা আমন ধানই প্রধান ফসল। বোরো মওসুমে উপকুলীয় অঞ্চলে বিভিন্ন মাত্রার লবণাক্ততা, সেচের পানির অপ্রতুলতা ও শ্রমিক সংকটের কারণে সাধারণত অনেক জমি পতিত থাকে। তবে ব্রি সোনাগাজী প্রচেষ্টায় লবনাক্ততা সহনশীল জাত সম্প্রসারণ এবং কৃষি যান্ত্রিকিকরণের মাধ্যমে বোরো ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির কাজ চলমান; এবং ইতোমধ্যে অনেক জমি আবাদের আওতায় আনা হয়েছে।