খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর অর্থায়নে ‘সরিষা-বোরো-আমন শস্যবিন্যাস উন্নয়নের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধিকরণ’ এবং ‘ধানের মুড়ি ফসলে যান্ত্রিক পদ্ধতি অনুসরণ এবং উন্নতিকরণ’ বিষয়ে দুইটি প্রকল্পের কর্মশালা ব্রিতে অনুষ্ঠিত হয়। এফএও এর বাংলাদেশ প্রতিনিধি Jiaoqun Shi গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন।