দেশের বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. মোহাম্মদ খালেকুজ্জামান ২০ আগস্ট ২০২৪ তারিখে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর মহাপরিচালক (রুটিন দায়িত্ব) পদে দায়িত্ব গ্রহণ করেছেন। এ পদে যোগদানের আগে তিনি ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৯৪ সালে এ ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করে গত ৩০ বছর ধরে বিভিন্ন পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। ড. খালেকুজ্জামান ১৯৬৭ সালে নরসিংদী জেলার বেলাবো উপজেলার হাড়িসাংগান গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে এসএসসি (বিজ্ঞান বিভাগ) এবং ১৯৮৪ সালের এইচএসসি (বিজ্ঞান বিভাগ) পাশ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৮ সালে বিএসসি এজি অনার্স ডিগ্রি অর্জন করেন এবং ১৯৯৬ সালে এমএস ডিগ্রি লাভ করেন। ২০০৩ সালে তিনি যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
তিনি বর্তমানে বাংলাদেশের জাতীয় কৃষি গবেষণা সিস্টেম (এনএআরএস) এর আওতাধীন গবেষণা প্রতিষ্ঠানসমূহের মধ্যে অন্যতম জ্যেষ্ঠ বিজ্ঞানী। দেশ-বিদেশের খ্যাতনামা জার্নালে তার ১৪৫টি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
তিনি গবেষণা সংশ্লিষ্ট কাজে যুক্তরাজ্য, চীন, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, বেলজিয়াম, মালদ্বীপ, নেপাল, ভারত, ভিয়েতনামসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।
[office_head_des_en] =>
Dr. Mohammad Khalequzzaman
Dr Mohammad Khalequzzaman, a distinguished Agricultural Scientist of the country, joined Bangladesh Rice Research Institute (BRRI) on 2০ August 2024 as its Director General (Routine Charge). Prior to the new position Dr Khalequzzaman has been the Director (Research) of the institute.
He began his career as a Scientific Officer of the Institute in 1994 and devotedly performing his duties at different positions over the last 30 years. Dr Khalequzzaman was born in 1967 at Harishangan village of Belabo Upazila in Narsingdi District. He passed SSC (Science) in 1982 and HSC (Science) in 1984 from the Dhaka Board. He obtained his B.Sc. Ag. (Hons.) degree in 1988 and MS in 1996 from the Bangladesh Agricultural University, Mymensingh. He did his PhD degree on Plant Biotechnology in 2003 from the University of Southampton, UK.
At present, he is one of the senior scientists in National Agricultural Research System (NARS) in Bangladesh. He has 145 research articles published in different prestigious journals home and abroad. He has visited many countries including United Kingdom, Thailand, South Korea, China, Belgium, Maldives, Nepal, India Philippine and Vietnam in relation to his research works.