জনাব আবু ইউছুফ, ১ ফেব্রয়ারী, ১৯৩৫ সালে বেনখিয়া পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬০ সালে ঢাকা কৃষি কলেজ থেকে বিএসসি (অনার্স) এবং ১৯৬৩ সালে কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ১০/১১/১৯৬৯ তারিখে ব্রি’র উদ্ভিদ প্রজনন বিভাগে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসাবে যোগদান করেছেন। তিনি দেশে/বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ/ওয়ার্কশপ ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। তিনি বিভিন্ন সময়ে আঞ্চলিক কার্যালয় সমূহে কার্যালয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১২/০২/১৯৯০ তারিখে মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে ব্রি’র খামার ব্যবস্থাপনা বিভাগে যোগদান করেছেন এবং উক্ত বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে ২৯/০১/১৯৯২ তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি ৩০/০১/১৯৯২ থেকে ২৯/০১/১৯৯৩ তারিখ পর্যন্ত অবসর উত্তর ছুটি ভোগ শেষে ৩০/০১/১৯৯৩ তারিখ ব্রি’র চাকুরি হতে পূর্ণ অবসর গ্রহন করেছেন।