বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হওয়ার অল্পকাল পরেই ১৯৭৪ সালে রাইস ফার্মিং সিস্টেমস বিভাগের কার্যক্রম শুরু হয়। ধানভিত্তিক শস্যবিন্যাস গবেষণার মাধ্যমে বিভিন্ন কৃষি পরিবেশ অঞ্চলের উপযোগী অধিক উৎপাদনশীল, সমাজ ও পরিবেশ বান্ধব, টেকসই শস্যক্রম উদ্ভাবন করাই এ বিভাগের প্রধান উদ্দেশ্য। একটি কৃষক পরিবারের সামগ্রিক খামার সম্পদ ও সামর্থ্যের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে ঐ কৃষি খামারের সার্বিক উৎপাদন এবং আয় বৃদ্ধির জন্য এ বিভাগ বহুবিষয়ক, বহুমুখী গবেষণা পরিচালনা করে। রাইস ফার্মিং সিস্টেমস বিভাগ গবেষণা কেন্দ্র এবং কৃষকের মাঠ উভয় পরিসরে গবেষণা করে বেশ কিছু সংখ্যক বিভিন্ন অঞ্চল উপযোগী ও লাভজনক শস্যক্রম প্রযুক্তি উদ্ভাবন করেছে। সে সমস্ত প্রযুক্তির কিছু সংখ্যক এ পুস্তিকার বক্ষ্যমান অধ্যায়ে সন্নিবেশ করা হলো।
আরএফএস বিভাগের বিভাগীয় প্রধান
মোঃ ইব্রাহিম, পিএইচডি
চীফ সাইন্টিফিক অফিসার এবং প্রধান