মরহুম ড. মোহাম্মদ জাহান উল্লাহ চৌধুরী, সিএসও, খামার ব্যবস্থাপনা বিভাগ ব্রি-গাজীপুর, তিনি ৩ এপ্রিল ১৯৫১ সালে চাঁদপুর জেলার মতলব উপজেলার রুহিতার পার গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে ১৯৭৪ সালে কৃষিতত্ত্বে বিএসসি এজি. (অনার্স) ডিগ্রী অর্জন করেন এবং তিনি ১৯৭৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে এমএসসি এজি. ডিগ্রি অর্জন করেন। ১৯৮৬ সালে কৃষি ব্যবস্থাপনা'র উপর এমএস করেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রিডিং থেকে। তিনি ১৯৯৭ সালে কৃষিতত্ত্বে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ৩০ মে, ১৯৭৮ সালে ব্রি’র খামার ব্যবস্থাপনা বিভাগে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসাবে যোগদান করেন। পরবর্তীতে একই বিভাগে ১৯৮৫ সালের ২৬ অক্টোবর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (এসএসও) ও ১৯৯৬ সালের ১৬ জুন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) হিসেবে কর্মরত ছিলেন। তিনি যুক্তরাজ্য, জাপান, ফিলিপাইনস সহ দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ/সেমিনার/ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন আঞ্চলিক কার্যালয় সমূহে কর্মরত ছিলেন। তিনি খামার ব্যবস্থাপনা বিভাগে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন। তিনি মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে জুলাই’ ২০০৫ সালে যোগদান করেন ও ২ এপ্রিল, ২০১০ সালে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেন।