ডঃ এ. জে. এম. আজিজুল ইসলাম ৬ নভেম্বর, ১৯৩৭ সালে বগুড়া জেলায় গোকুল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কৃষি কলেজ থেকে ১৯৫৮ সালে কৃষিতে বিএসসি ডিগ্রী অর্জণ করেন। তিনি Assistant Agronomist হিসাবে ১১/০১/১৯৭১ সালে ব্রি’তে যোগদান করেন। তিনি ১৯৬৬ সালে যুক্তরাষ্ট্র থেকে এমএস এবং ১৯৭৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি দেশে বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনার/ওয়ার্কসপে অংশগ্রহণ করেছেন। পরবর্তীতে তিনি ৩০/১২/১৯৮৯ থেকে ২০/১২/১৯৯২ পর্যন্ত ব্রি-মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২৯/১২/১৯৯২ তারিখ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের চাকুরি হইতে অবসর গ্রহণ করেছেন।