ব্রি আঞ্চলিক কার্যালয়, গোপালগঞ্জ-এর জন্য ২০১৮ সালে গোপালগঞ্জ জেলার সদর উপজেলাধীন গোবরা ইউনিয়নের ভেটেধর মৌজায় ৪ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়। নির্মাণাধীন এ কার্যালয়টি গোপালগঞ্জ-টুঙ্গীপাড়া সড়কের ঘোনাপাড়ার নিকটে এবং গোপালগঞ্জ শহর থেকে ৫ কিমি দূরে, গোপালগঞ্জ-খুলনা বিল (কৃষি পরিবেশ অঞ্চল-১৪) অঞ্চলে অবস্থিত। ধানভিত্তিক এক বা দু’ফসলী শস্যক্রম এই অঞ্চলের প্রধান শস্যবিন্যাস। এ অঞ্চলের মাটি প্রধানত উচ্চমাত্রার জৈব পদার্থসমৃদ্ধ এটেল-এটেল দোআঁশ বুনটবিশিষ্ট। আঞ্চলিক কার্যালয়টি স্থাপনের মূল উদ্দেশ্য হলো পিট মাটিসমৃদ্ধ গোপালগঞ্জ-খুলনা বিল কৃষি পরিবেশ অঞ্চলে গভীর পানির ধান গবেষণাসহ ধান আবাদের সমস্যা ও তার সমাধান নিয়ে কাজ করা। এছাড়াও এই আঞ্চলিক কার্যালয়ে ব্রি-র বিভিন্ন প্রধান গবেষণা কার্যক্রমসমূহ যেমন, ধানের জাত উন্নয়ন, শস্য-মৃত্তিকা-পানি ব্যবস্হাপনা, বালাই ব্যবস্হাপনা, আর্থসামাজিক নীতি এবং প্রযুক্তি সম্প্রসারণ/হস্তান্তর-এর আওতায় গবেষণা ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়িত হয়।
ড. আমিনা খাতুন
চীফ সাইন্টিফিক অফিসার (সিএসও) এবং প্রধান