তিনি ৩০/০১/১৯৫২ সালে জামালপুর জেলায় জন্মগ্রহন করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে ১৯৭৩ সালে বিএসসি (অনার্স) এবং ১৯৭৫ সালে এমএসসি (এগ্রোনমি) ১ম শ্রেণী লাভ করেন করেন। তিনি ১৭/০১/১৯৭৭ তারিখে ব্রি’র আরএফএস বিভাগে বৈজ্ঞানিক কর্মকর্তা পদে যোগদান করেন। এরপর ১৯৯১ সালে ফিলিপাইনের সেন্ট্রাল লুজন স্টেট বিশ্ববিদ্যালয় থেকে ‘‘এপলাইড রিসার্স প্রডাকশন এগ্রোনমিতে’’ পিএইচডি কোর্স গ্রহণ করেন। এছাড়াও তিনি বিভিন্ন দেশে/বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ সেমিনার/ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন। তিনি ২০/১২/২০০৬ তারিখ থেকে উক্ত বিভাগে সিএসও এবং বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন। তিনি ০৪/০১/২০০৯ থেকে ২৯/০১/২০০৯ তারিখ পর্যন্ত অবসর উত্তর ছুটি শেষে ২৯/০১/২০১০ তারিখে ব্রি’র চাকুরি থেকে পূর্ণ অবসর গ্রহণ করেন।