মরহুম ড. কামাল রহিম, ২৫/১২/১৯৪৭ সালে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স) এবং ১৯৬৮ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৭/০৬/১৯৭০ তারিখে ব্রি’র কৃষি পরিসংখ্যান বিভাগে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসাবে যোগদান করেছেন। তিনি ১৯৮৮ সালে ফিলিপাইনের “University Of Philippines, Diliman” থেকে পরিসংখ্যান বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি দেশে/বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ/ওয়ার্কশপ ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। তিনি ১২/০২/১৯৯০ তারিখে সিএসও পদে পদোন্নতি পান ও ১৬/১১/১৯৯৯ সালে তিনি ব্রি’র প্রকল্প পরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এবং পরবর্তীতে তিনি বিআরসি’র সদস্য পরিচালক হিসাবে কর্মরত অবস্থায় ১০/১১/২০০১ সালে মৃত্যুবরণ করেন।