প্রশিক্ষণ প্রযুক্তি হস্তান্তরের গুরুত্বপূর্ণ কৌশল হিসাবে কাজ করে। ব্রি কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ সমূহ ধান উৎপাদনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। ব্রি অদ্যবধি ১,৪২,১২৯ হাজারেরও বেশী ধান উৎপাদনের সাথে জড়িত ব্যক্তিকে ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছে। এদের মধ্যে ৩,৫৫৪ জন ধান বিজ্ঞানী, ৩৫,০৭৫ জন সম্প্রসারণবিদ ও ১,০৩,৫০০ জন ধান উৎপাদনে জড়িত কৃষক।
প্রশিক্ষণ বিভাগ কর্তৃক বাংলদেশ রাইস নলেজ ব্যাংক সংক্ষেপে বিআরকেবি (www.knowledgebank-brri.org ) নামক ধান উৎপাদন প্রযুক্তি বিষয় একটি অনলাইন তথ্য ভান্ডার প্রতিষ্ঠা করা হয়েছে। ইহা ব্যবহার করে সর্বস্তরের মানুষ ধান উৎপাদনের সকল প্রযুক্তি সর্ম্পকে জানতে পারেন।