বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ১৯৭০ এর দশকের প্রথমাংশ থেকেই উচ্চ ফলনশীল (উফশী) আধুনিক ধানের জাত উদ্ভাবন করতে থাকে। এসব আধুনিক ধানের জাতের উচ্চ ফলনের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান যেমন, নাইট্রেজেন, ফসফরাস ও পটাশিয়াম সরবরাহে প্রয়োজনীয় সারের চাহিদা নির্ণয় করে সার প্রয়োগের মাত্রা ও পদ্ধতি সুপারিশে ব্রি মৃত্তিকা বিজ্ঞান বিভাগ অগ্রণী ভ‚মিকা পালন করে। ব্রি কর্তৃক উদ্ভাবিত উফশী ধানের জন্য নাইট্রোজেন-ফসফরাস-পটাশ সারের প্রয়োগ মাত্রা নির্ণায়ক প্রারম্ভিক প্রযুক্তিসমূহ এই বিভাগই উদ্ভাবন করে। পাশাপাশি, নাইট্রোজেনের বিভিন্ন উৎস যেমন, দানাদার ইউরিয়া, ইউএসজি ও সালফার কোটেড ইউরিয়া ও ধান ফলনে তার প্রভাব সম্পর্কে বাংলাদেশে সর্বপ্রথম গবেষণা কার্যক্রম ব্রি মৃত্তিকা বিজ্ঞান বিভাগই পরিচালনা করে।
বোরো ও আউশ ধানের জাত ও জীবনকাল অনুযায়ী জৈব সার (কেজি/শতাংশ) ও রাসায়নিক (গ্রাম/শতাংশ) ব্যবহারের সুপারিশ মালা |
প্রকাশনা |
মৃত্তিকা বিজ্ঞান বিভাগের রুপান্তর |
সিটিজেন চার্টার |
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি |
শুদ্ধাচার কৌশল (NIS) সম্পর্কিত কর্মপরিকল্পনা |
ক্রয় পরিকল্পনা |
ফটোগ্যালারী |