ড. মোঃ আবু বকর, প্রাক্তন পরিচালক (গবেষণা), ব্রিঃ তিনি ১ জানুয়ারী, ১৯৪৪ সালে পাবনা জেলার নাওখালী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পূর্ব পাকিসত্মান কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে ১৯৬৬ সালে বিএসসি এবং ১৯৬৭ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ০১/১০/১৯৭০ তারিখে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে ঊদ্ভিদ রোগতত্ত্ববিভাগে ব্রি’তে যোগদান করেন। তিনি ১৯৯২ সালে দেশের অভ্যমত্মরে বাংলাশে কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে উদ্ভিদ রোগতত্ত্ব বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি দেশে/বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ/ওয়ার্কশপ/সেমিনারে অংশগ্রহণ করেছেন। তিনি ২৯/১০/১৯৮৫ তারিখ ঊদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি ২৯/১২/১৯৯৬ থেকে ১৫/০৪/১৯৯৭ তারিখ পর্যমত্ম পরিচালক (গবেষণা) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। তিনি ১৫/০৪/১৯৯৭ তারিখে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ঢাকাতে সদস্য পরিচালক (শস্য) পদে বদলী করায় উক্ত পদে ১৫/০৪/১৯৯৭ তারিখ যোগদান করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) এর দায়িত্ব পালন করেছেন। তিনি ২১/১২/২০০০ থেকে ব্রি’র পরিচালক (গবেষণা) পদে পদোন্নতি পান। তিনি ৩১/১২/২০০০ থেকে ৩০/১২/২০০১ তারিখ পর্যমত্ম অবসর উত্তর ছুটি ভোগ শেষে ৩১/১২/২০০১ তারিখ থেকে ব্রি’র চাকুরি হতে পূর্ণ অবসর গ্রহণ করেছেন।