তিনি ২০ এপ্রিল ১৯৪৮ সালে ঢাকায় জন্মগ্রহন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৭ সালে বিএসসি (অনার্স) ডিগ্রি অর্জন করেন। এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে এমএসসি (বোটানী)-তে ১ম শ্রেণী অর্জন করেন। এছাড়াও তিনি University of Florida Plant Physiology থেকে ১৯৭৩-১৯৭৮ পর্যন্ত Agronomy বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি বিভিনণ সময়ে দেশ/বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ/সেমিনার/ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। তিনি ব্রি’তে ০১/০১/১৯৭৩ সালে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন।তিনি ১৯/০৪/২০০৬ তারিখ থেকে ব্রি’র চাকুরি হতে পূর্ণ অবসর গ্রহণ করেন।