মোহাম্মদ নাসির উদ্দিন, পি এইচ ডি (ড. মোহাম্মদ নাসির উদ্দিন) ড. মোহাম্মদ নাসির উদ্দিন মূলত উদ্ভিদ প্রজননবিদ হিসাবে ১৯৬০ এর দশকের প্রথম দিকে ব্রির উদ্ভিদ প্রজনন বিভাগের বিজ্ঞানী হিসাবে যোগদান করেন। জাত উদ্ভাবনে বিশেষ ভ‚মিকা পালন করেন। তবে তার গবেষণা কাজের মধ্যে অন্যতম ছিল ধানের কৌলি সম্পদ সংগ্রহ ও সংরক্ষণ করা। পরে আলাদভাবে কৌলি সম্পদ ও বীজ বিভাগ প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি উক্ত বিভাগের বিভাগীয় প্রধানের পদে অধিষ্ঠিত হন। পরে একসময় তাকে পরিচালক গবেষণা পদেও অধিষ্ঠিত করা হয়। তার প্রচেষ্টায় জাপান সরকারের সহায়তায় ব্রিতে একটি আধুনিক জিনব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়। দেশী ধানের নাম সংগ্রহ ও একসাথে নথিবদ্ধ করে এই পুস্তক প্রণয়নে তার বিশেষ ভ‚মিকা আছে বলে মনে করি। তার গবেষণা কাজের স্বীকৃতিস্বরূপ তিনি জেবুন্নেসা স্বর্ণপদক এবং প্লান্ট ব্রিডিং সোসাইটি কর্তৃক পুরস্কারে ভূষিত হন। তিনি দেশি ও বিদেশী জর্নালে বেশ কিছু বৈজ্ঞনিক প্রবন্ধ প্রকাশ করেছেন। তিনি ৩১/১২/১৯৯৬ সালে ব্রি’র চাকুরি হতে অবসর গ্রহণ করেন।