১৯৮১ সালের ১লা জানুয়ারি ব্রি-র একটি স্বতন্ত্র গবেষণা বিভাগ হিসেবে কৃষি অর্থনীতি বিভাগের যাত্রা শুরু। দেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা অটুট রাখা ও ধানের বর্ধিত উৎপাদন অর্জনের লক্ষ্যে মাঠ পর্যায়ে গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে ব্রি উদ্ভাবিত ধানের জাত ও প্রযুক্তির কার্যকারিতা ও প্রভাব মূল্যায়ন করা এ বিভাগের প্রধান কাজ। ধান উৎপাদনের বায়োফিজিক্যাল প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ ও ধান উৎপাদনে জড়িত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার মূল্যায়ন ও উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে এ বিভাগ। এছাড়াও ভ্যাল্যু চেইন বিশ্লেষণ, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় কৌশল প্রণয়নের পাশাপাশি সম্প্রসারণকর্মী ও নীতিনির্ধারকদের সহায়তা প্রদানের লক্ষ্যে নীতি গবেষণা কার্যক্রম পরিচালনাও এ বিভাগের অন্যতম কাজ।
কৃষি অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান
মোঃ সাইফুল ইসলাম
চীফ সাইন্টিফিক অফিসার এবং বিভাগীয় প্রধান