ব্রি আঞ্চলিক কার্যালয়, সিরাজগঞ্জ প্রতিষ্ঠার জন্য ২০১৭ সালে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলাধীন কোনাবাড়ী মৌজায় ৪ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়। কার্যালয়টি সিরাজগঞ্জ শহর হতে ১২ কিমি দূরে কোনাবাড়ী, বিশ্বরোড সংলগ্ন স্হানে অবস্হিত। এটি যমুনা অববাহিকার করতোয়া-বাঙ্গালি প্লাবনভূমি ও সমতল বরেন্দ্রভূমি (কৃষি পরিবেশ অঞ্চল-৪ ও ২৫) এর অন্তর্গত। এ অঞ্চলের মাঝারী উঁচু জমির মাটি হালকা বুনটের বেলে দোঁআশ হতে দোঁআশ এবং মাঝারী নিচু থেকে নিচু জমির মাটি এটেল দোঁআশ হতে পলি দোঁআশ বুনট প্রকৃতির। এই কার্যালয়ের গবেষণার আওতাধীন জেলাসমূহ হলো, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া এবং জয়পুরহাট। ধানভিত্তিক এক ফসলি/দু’ফসলি শস্যক্রম এ অঞ্চলের প্রধান শস্যবিন্যাস। এই আঞ্চলিক কার্যালয় স্থাপনের মূল উদ্দেশ্য হলো চরাঞ্চলসহ চলন বিল এলাকায় ধান আবাদের সমস্যা ও তার সমাধান করা, বিশেষ করে আন্ত:সীমা অতিক্রমকারী ধানের শোষক পোকার ব্যবস্থাপনা নিয়ে কাজ করা। এছাড়াও ব্রি-র প্রধান কার্যালয়ের বিভিন্ন গবেষণা কার্যক্রম সমূহ যেমন, ধানের জাত উন্নয়ন, শস্য-মৃত্তিকা-পানি ব্যবস্হাপনা, বালাই ব্যবস্হাপনা, আর্থসামাজিক নীতি এবং প্রযুক্তি সম্প্রসারণ/হস্তান্তর কর্মসূচি বাস্তবায়িত হয়।
সিরাজগঞ্জ আঞ্চলিক কার্যালয় প্রধান
ড. শামীমা আকতার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রধান