আমাদের দেশের পাশাপাশি বিশ্বের সব জায়গায় ধান চাষের মারাক্তক হুমকি হচ্ছে কীটপতঙ্গ ও রোগ-বালাই সমস্যা। কৃষকরা বছরে কীটপতঙ্গ ও রোগের কারণে আনুমানিক 37% ধানের ফসল ক্ষতিগ্রস্থ হচ্ছে।তাই ধানের কীটপতঙ্গ ও রোগ-বালাই প্রতিরোধে ভাল ফসল ব্যবস্থাপনা ছাড়াও, সময়মত এবং সঠিক তথ্য সমৃদ্ধ যাবতীয় রোগবালাই সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য কৃষক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য ”রাইসপেস্টকর্ণার” তথ্য ভান্ডার হিসাবে উল্লেখযোগ্য ভাবে উপকৃত করবে। এটি একটি ওয়েব এপ্লিকেশন, এর মাধ্যমে জনগণ একই ব্যানারে সকল তথ্য হাতের নাগালে পেয়ে যাবে, বিধায় চাষী পর্যায়ে চাষ-আবাদে আক্রান্ত রোগ ও কীটপতঙ্গ দ্বারা ফসলের ক্ষতি হ্রাস করতে পারবে।