ড. সুনীল কুমার বিশ্বাস, ০১/০৪/১৯৫২ সালে টাঙ্গাইল জেলার পাকুটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭২ সালে সা’দাদ কলেজ, করটিয়া থেকে বিএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৬ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ৩১/০৫/১৯৭৮ তারিখে ব্রি’র শস্যমান ও পুষ্টি বিভাগে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসাবে যোগদান করেছেন। তিনি ১৯৮৭ সালে ফিলিপাইন থেকে এমএস ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমেষ্ট্রি ডিপার্টমেন্টে “Nutritional Quality Assesment Of Rice” বিষয়ে পিএইচডি অর্জন করেন। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে দেশে/বিদেশে প্রশিক্ষণ/ সেমিনার/ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন। পরবর্তীতে তিনি ২০০৮ সালে পদোন্নতি পেয়ে উক্ত বিভাগে সিএসও এবং বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন। তিনি ৩১/০৩/২০০৯ থেকে ৩০/০৩/২০১০ তারিখ পর্যন্ত অবসর উত্তর ছুটি ভোগ শেষে ৩১/০৩/২০১০ তারিখ ব্রি’র চাকুরি হতে পূর্ণ অবসর গ্রহন করেছেন।