১। বই- ১৮০৩২ (থিসিস সহ)
২। থিসিস - ৪০৫ (পিএইচডি এবং এমএস থিসিস)
৩। জুলাই ২০১৪ খ্রি. থেকে ডিসেম্বর ২০১৫খ্রি. পর্যন্ত ব্রিলাইব্রেরী বাংলাদেশ একাডেমী অব সায়েন্স এর মাধ্যমে ২৬৯টি ভারতীয় অনলাইন জার্নাল INASP-PERI ই-রিসোর্সের চাঁদা প্রদান করেছে। (INASP-ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ফর এ্যভেইলেবিলিটি অব সায়েন্টিফিক পাবলিকেশনস, PERI-প্রোগ্রাম ফর এনহেন্সমেন্ট অব সায়েন্টিফিক ইনফরমেসন) এবং বাংলাদেশে প্রকাশিত সকল সহজলভ্য জার্নাল ও ব্রি- লাইব্রেরী ক্রয়/বিনিময় এবং সৌজন্য কপি পেয়ে থাকে। ব্রি-লাইব্রেরীতে প্রায় ৩৯৭টি টাইটেলের দেশী /বিদেশী জার্নাল/ নিউজলেটার আছে। ব্রি-লাইব্রেরীর সংগৃহীত বই / জার্নালগুলো মূলত কৃষি, কৃষি অর্থনীতি, কৃষি পরিসংখ্যান, বায়োটেকনোলজি, কীটতত্ত্ব, রোগতত্ত্ব, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান, জেনেটিকস, মাইক্রোবায়েলজি, উদ্ভিদ শারীরবিদ্যা, প্লান্ট সেল টিস্যু কালচার এবং অর্গান কালচার, ইনটাগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, রাইস ফার্মিং, রাইস রিসার্চ মৃত্তিকা বিজ্ঞান, টেকনোলজি ট্রান্সফার ইত্যাদি বিষয়ক। ২০২২-২০২৩ পর্যন্ত সংগৃহীত জার্নাল (হার্ড কপি‘র) তালিকা ।
৪। গবেষকদের চাহিদা অনুধাবন করে ব্রি-লাইব্রেরী কৃষি বিষয়ক সিডি রম ডাটবেজ এর বিরাট সংগ্রহ গড়ে তুলেছে। নিম্নলিখিত সিডি রম ডাটাবেজগুলো ব্রি- লাইব্রেরীর সংগ্রহে আছে।
ক) ক্যাব অ্যাবস্ট্রাক্ট- এটি আন্তর্জাতিকমানের বৃহত্তম ড্যাটাবেজ, যা কৃষি ফরেস্ট্রি, উদ্ভিদ প্রজনন, সাইটোজেনেটিক্স এবং ইনটেলেকচুয়াল প্রপার্টি রাইটস কভার করে।
খ) ক্রপ সায়েন্স ডাটাবেজ (পূর্বে যা ক্রপ সিডি করে ছিল)
গ) কৃষি অর্থনীতি ডাটাবেজ (পূর্বে যা এগ্রিল, ইকোন সিডি ছিল)
ঘ) পুস্টি ডাটাবেজ (পূর্বে যা নিউট্রিশন সিডি ছিল)
ঙ) মৃত্তিকা বিজ্ঞান ডাটাবেজ (পূর্বে যা সয়েল সিডি ছিল)
চ) পেস্ট ডাটাবেজ (পূর্বে যা পেস্ট সিডি ছিল)
ছ) প্লান্ট জেনেটিক্স এবং ব্রিডিং ডাটাবেজ (পূর্বে যা প্লান্ট জিন সিডি ছিল)
৫। অনলাইন জার্নালস অব ব্রি লাইব্রেরী ।
ক) অ্যাগোরা (AGORA) এক্সেস টু গ্লোবাল অনলাইন রিসার্চ ইন এগ্রিকালচার ): এটি সুবিদিত (outstanding) ৩৫০০ অনলাইন জার্নাল এবং ৩০০ অনলাইন বইয়ের ডিজিটাল লাইব্রেরী কালেকশন যা কৃষি বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান সর্ম্পকিত। ব্রি লাইব্রেরী ২০০৪ ইং সাল থেকে অ্যাগোরার রেজিষ্ট্রার্ড মেম্বার এবং নিয়মিত অ্যাগোরা ব্রাউজ করে চলছে। অ্যাগোরার লগ অন করতে হলে ব্রি লাইব্রেরী থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড সংগ্রহ করুন এবং www.aginternetwork.org/en/
খ) বাংলাজল (BanglaJol ) সকলের জন্য উন্মুক্ত।
বাংলাজল বাংলাদেশে প্রকাশিত জার্নালসমূহের একটি ড্যাটাবেজ যা সকল একাডেমিক বিষয়কে কভার করে । বাংলাজলের প্রধান উদ্দেশ্য হলো অংশগ্রহণকারী সকল জার্নালকে বৃহত্তর পাঠক মহলের দৃষ্টিগোচর করা এবং তারা কি গবেষণা করে তা সকলকে জ্ঞাত করা। বাংলাজলে ঢুকতে হলে ভিজিট করুন http://www.banglajol.info
গ) বাংলা দেশ ইনাপস পেরি কনসোরসিয়াঃ এটি বাংলাদেশ বিজ্ঞান একাডেমির পৃষ্ঠপোষকতায় ৩৫টি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান সমূহের সম্মিলিত কনসোরসিয়া। INASP- (ইন্টারন্যাসনাল নেটওয়ার্ক ফর দি এ্যাভেইলেবিলিটি অব সায়েন্টিফিক পাবলিকেশন)
PERI (প্রোগ্রাম ফর দি এনহেন্সমেন্ট অব রিসার্চ ইনফরমেশন) ।
জুলাই ২০১৪ ইং থেকে ব্রি চাঁদা প্রদান করে ইনাপস পেরি কনসরসিয়া (বিআইপিসি) এর রেজিস্টার্ড মেম্বার হয়েছে। ব্রি-বিজ্ঞানীগণ এখন ইনাপস পেরি কনসরলিয়াম (বিআইপিসি) এর মাধ্যমে INASP অনলাইন জার্নাল ব্রাউজ করতে পারবেন। ব্রি’র সকল বিজ্ঞানী এখন INASP অনলাইন জার্নালে ঢুকতে পারবেন এবং প্রয়োজন মতো সম্পূর্ণ আর্টিক্যাল ডাউনলোড করতে পারবেন । এর জন্য কোন ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রয়োজন হবে না। কারণ এই রেজিস্ট্রেশন আইপি এড্রেস-বেসড।
মনে রাখবেন, এলোমেলো/বিশৃঙ্খল ডাউনলোড করার অনুমতি নেই । অনুগ্রহ করে পুরো ভলিউম ডাউনলোড করবেন না। শুধু আপনার প্রয়োজনীয় আর্টিক্যালটি ডাউনলোড করুন। ব্যবহার বিধি প্রকাশক কর্তৃক সর্বদা পর্যবেক্ষণ করা হয় এবং এলোমেলো/বিশৃঙ্খল ডাউনলোডের কারণে সংশ্লিস্ট লিংকে আমাদের প্রবেশাধিকার নিষিদ্ধ হতে পারে।
নিচে কিছু প্রকাশকের ঠিকানা দেয়া হলো যার মাধ্যমে আপনি INASP রিসোর্সের অনলাইন জার্নালে ঢুকতে পারবেন।
৬। নিউজ ক্লিপিংস এর জন্য ব্রি-লাইব্রেরীতে নিয়মিত ১৩ (তের)টি বাংলা/ ইংলিশ দৈনিক পত্রিকা, ০১ (এক)টি সাপ্তাহিক, ০১ (এক)টি ফোর্টনাইটলি এবং ০২ (দুই)টি মাসিক পত্রিকা রাখা হয়।
১। দি ডেইলি ইনডিপেনডেন্ট।
২। দি ডেইলি স্টার ।
৩। দি ডেইলি সান ।
৪। দি ডেইলি অবজার্ভার।
৫। দৈনিক প্রথম আলো ।
৬। দৈনিক ইত্তেফাক।
৭। দৈনিক কালের কন্ঠ ।
৮। দৈনিক ইনকিলাব ।
৯। দৈনিক যুগান্তর।
১০। দৈনিক জনকন্ঠ।
১১। দৈনিক সংবাদ।
১২। দৈনিক সমকাল
১৩। দৈনিক যায় যায় দিন ।
১ (এক)টি সাপ্তাহিক- দি ইকোনোমিস্টস
১ (এক)টি র্ফোটনাইটলি- আমার বাড়ী আমার খামার
২ (দুই)টি মাসিক পত্রিকা- ক) কৃষি কথা খ) রিডারস ডাইজেস্ট।