ড. এম এ ছালাম, ২৭ মে, ১৯৫৩ সালে রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে ১৯৭৫ সালে Genetics Plant Breeding বিষয়ে বিএসসি (অনার্স) এবং ১৯৭৭ সালে একই বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ২৯/০৬/১৯৭৭ তারিখে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে ঊদ্ভিদ প্রজনন বিভাগে ব্রি’তে যোগদান করেন। তিনি ১৯৮৮ সালে ফিলিপাইনে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি দেশে/বিদেশে প্রশিক্ষণ/ওয়ার্কশপ/সেমিনারে অংশগ্রহণ করেন। তিনি ০৯/০৪/২০০০ তারিখ ঊদ্ভিদ প্রজনন বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেয়ে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ০৮/০২/২০০৭ তারিখে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে উচ্চশিক্ষা ও গবেষণা সমন্বয়কারীর দায়িত্ব পালন করেছেন। তিনি ০২/০৭/২০০৭ তারিখ থেকে ব্রি’র পরিচালক গবেষণার চলতি দায়িত্ব পালন করেছেন। পরিচালক গবেষণার চলতি দায়িত্ব পালন কালে তিনি পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) এর অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি ০৩/০২/২০০৮ তারিখ পরিচালক পদে পদোন্নতি পেয়ে পরিচালক (গবেষণা) এর দায়িত্ব পালন করেছেন। তিনি ২৭/০৫/২০১০ থেকে ২৬/০৫/২০১১ তারিখ পর্যন্ত অবসর উত্তর ছুটি ভোগ শেষে ২৭/০৫/২০১১ তারিখ থেকে ব্রি’র চাকুরি হতে পূর্ণ অবসর গ্রহণ করেছেন।