ড. নুরুল ইসলাম ভূইয়া ১৯৪৭ সালের ২ ফেব্রুয়ারী কুমিল্লা জেলার নবীনগর গ্রামে জন্মগ্রহণ করেন। ইষ্ট পাকিস্তান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৭ সালে কৃষিতে স্নাতক এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জণ করেন। তিনি মৃত্তিকা বিজ্ঞান বিভাগে সাইন্টিফিক অফিসার হিসাবে ১৬/১২/১৯৭০ সালে ব্রি’তে যোগদান করেন। এছাড়া তিনি দেশে বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ/সেমিনার/ওয়ার্কসপে অংশগ্রহণ করেছেন। পরবর্তীতে তিনি ১৩/০৫/২০০১ থেকে ০৪/১২/২০০১ এবং ২৯/০৮/২০০২ থেকে ৩০/০১/২০০৪ তারিখ পর্যন্ত ব্রি-মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ০১/০২/২০০৪ তারিখ থেকে ৩১/০১/২০০৫ তারিখ পর্যন্ত অবসর প্রস্ততি ছুটি ভোগ শেষে ০১/০২/২০০৫ তারিখ ব্রি’র চাকুরিতে পূর্ণ অবসর গ্রহণ করেন।