ড. এ কে জি এনামুল হক, ৩০ ডিসেম্বর, ১৯৫২ সালে বরিশাল জেলার প্রাক্ষনকাতি গ্রামে জন্মগ্রহন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭২ সালে বোটানীতে বিএসসি (অনার্স) এবং ১৯৭৬ সালে বোটানী ও উদ্ভিদ প্রজনন বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেছেন। তিনি ০২/০৭/১৯৭৬ তারিখে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে ব্রি’র উদ্ভিদ প্রজনন বিভাগে যোগদান করেছেন। তিনি ১৯৮৫ সালে ইরি, ফিলিপাইন থেকে এমএস ডিগ্রি অর্জন করেছেন। তিনি দেশে/বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ/সেমিনার/ওয়ার্কশপ কর্মশালায় অংশগ্রহণ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে ২০০২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি বিভিন্ন সময়ে আঞ্চলিক কার্যালয় সমূহে কর্মরত ছিলেন। তিনি ০৭/০৪/২০০৫ তারিখে মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা পদে পদোন্নতি পেয়েছেন। তিনি উদ্ভিদ প্রজনন বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি ২০/০১/২০১০ থেকে পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) এর দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন সময়ে পরিচালক (গবেষণা) এর অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। তিনি ২৪/০৮/২০১১ থেকে ২৯/১২/২০১১ তারিখ পর্যমত্ম ব্রি’র মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। তিনি ৩০/১২/২০১১ থেকে ২৯/১২/২০১২ তারিখ পর্যমত্ম অবসর উত্তর ছুটি ভোগ শেষে ৩০/১২/২০১২ তারিখ ব্রি’র চাকুরি হতে পূর্ণ অবসর গ্রহন করেছেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা।