ডঃ মোঃ জহিরুল করিম ১৫ই আগস্ট ১৯৪৮ সালে ব্রাহ্মনবাড়িয়া জেলায় ছোট হরন গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ব্রি’তে ২৪/০১/১৯৯৬ থেকে ০৮/০১/১৯৯৭ পর্যন্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এর পূর্বে তিনি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এবং মৎস ও পশু সম্পদ মন্ত্রণালয়ে বিভিন্ন সময়ে চাকুরিতে নিয়োজিত ছিলেন। তিনি দেশে/বিদেশে বিভিন্ন সেমিনার/ওয়ার্কশপে অংশ গ্রহণ করেছেন। ড. জহুরুল করিমকে ০২/০১/১৯৯৭ তারিখে ব্রি’র মহাপরিচালকের দায়িত্ব থেকে কৃষি গবেষণা কাউন্সিলে নির্বাহী চেয়ারম্যান হিসেবে বদলী করা হয়। তিনি কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে কৃষি বিজ্ঞান বিষয়ে ১৯৬৮ সালে বিএসসি (এজি) ১ম স্থান অর্জন করেন ও একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৯ সালে এমএসসি (এগ্রোনমি)তে ১ম স্থান অর্জন করেন। তিনি যুক্তরাজ্যের রেডিং বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৮ সালে পিএইচডি ডিগ্রী লাভ করেন। তিনি চাকুরিতে ৪ঠা সেপ্টেম্বর ১৯৬৯ সালে যোগদান করেন। তিনি সবশেষে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসাবে অবসর গ্রহণ করেছেন।