ফলিত গবেষণা বিভাগ ব্রি’র প্রতিস্ঠা লগ্নে গঠিত একটি গবেষণা বিভাগ। উক্ত বিভাগের পূর্বের নাম ছিল ফলিত গবেষণা ও প্রশিক্ষণ বিভাগ (ARTD)। বিগত ১৯৮৬ সালে উক্ত বিভাগ (ARTD) টি পৃথক করে ফলিত গবেষণা ও প্রশিক্ষণ নামে দুইটি আলাদা বিভাগ গঠিত হয়। ফলিত গবেষণা বিভাগ ব্রি উদ্ভাবিত প্রযুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ বিভাগের কার্যক্রম সমূহ নিম্নে বর্নিত হলো।
ধান প্রযুক্তিসমূহ অকাট্যকরণ (Validation of Rice Technology)
অগ্রগামী কৌলিক সারি এবং ধান উৎপাদন প্রযুক্তিসমূহের অকাট্যকরণের জন্য বাংলাদেশের বিভিন্ন কৃষি-পরিবেশ অঞ্চলে কৃষকের মাঠে উপযোগিতা পরীক্ষণ বাস্তবায়ন করা।
প্রযুক্তিসমূহের পরিমার্জন এবং নিখুত করার জন্য ব্রি উদ্ভাবিত জাতসমূহ এবং অন্যান্য প্রযুক্তিসমূহের সুবিধা-অসুবিধার ব্যাপারে কৃষক এবং সম্প্রসারণবিদদের মতামত সংগ্রহ করা।
পরীক্ষালব্ধ ফলাফল এবং কৃষক ও সম্প্রসারণ কর্মীর মতামতের আলোকে অগ্রগামী সারি ও অন্যান্য প্রযুক্তিসমূহের ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগকে পরবর্তী কার্যক্রমের জন্য সুপারিশ করা।
ধান উৎপাদন প্রযুক্তিসমূহ সম্প্রসারণ (Technology Dissemination)
বীজ উৎপাদন এবং সম্প্রসারণ কর্মসূচী (SPDP), মাঠ দিবস, কৃষক র্যালী, কৃষি মেলা ইত্যাদির মাধ্যমে কৃষক ও সম্প্রসারণবিদদের অংশগ্রহণে কৃষকের মাঝে ব্রি উদ্ভাবিত ধান জাত এবং ধান প্রযুক্তিসমূহ দ্রুত সম্প্রসারণ করা।
প্রশিক্ষণ বাস্তবায়ন
আধুনিক ধান উৎপাদন প্রযুক্তিসমূহের বিভিন্ন বিষয়ের উপর কৃষক ও সম্প্রসারণকর্মীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং হালনাগাদ করার জন্য প্রশিক্ষণ বাস্তবায়ন করা।
সহযোগিতা এবং অংশগ্রহণমূলক কার্যক্রম জোরদারকরণ
ব্রি উদ্ভাবিত কার্যকরী ও পরীক্ষিত প্রযুক্তিসমূহ দ্রুত সম্প্রসারণের জন্য গবেষণা প্রতিষ্ঠানের (ফলিত গবেষণা বিভাগ, ব্রি) সাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান সমূহের সম্পর্ক জোরদার করা।