ডঃ শামসুল আলম ১৯৩৬ সালের ১লা অক্টোবর পূর্ব গোমদনডি চট্রগ্রাম জেলায় জন্মগ্রহন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাক থেকে ১৯৫৬ সালে বিএসসি (অনার্স) এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৭ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি কর্নেল বিশ্ববিদ্যালয়, নিউইয়র্ক যুক্তরাষ্ট থেকে পিএইচডি অর্জন করেন। তিনি দেশে/বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ/ওয়ার্কশপ/সেমিনারে অংশগ্রহণ করেন। তিনি Entomologist হিসেবে ২২/১১/১৯৫৮ সালে ব্রি’তে যোগদান করেন। পরবর্তীতে তিনি ২১/১২/১৯৯২ থেকে ৩০/০৯/১৯৯৩ পর্যন্ত ব্রি’র মহাপরিচালক এর দায়িত্ব পালন করেন। তিনি ব্রি’র চাকুরি থেকে ২৯/০৯/১৯৯৩ থেকে ব্রি’র কর্ম থেকে অবসর গ্রহণ করেন।