ড. মোঃ জহুরুল হক, ১ জানুয়ারী, ১৯৩৯ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি তেজগাঁও কৃষি কলেজ থেকে ১৯৬১ সালে কৃষিতে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬২ সালে মৃত্তিকা বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি Kyoto University Of Japan এ Plant Nutrition বিষয়ের উপর পিএইচডি ডিগ্রী লাভ করেন। তিনি রিসার্স এসিস্টেন্ট হিসাবে Bangladesh Agriculture Research Institute এবং Agronomist হিসাবে East Pakistan Soil Fertility And Soil Testing Institute এ কাজ করেছেন। তিনি Assistant Physiologist হিসাবে ০৪/১২/১৯৭০ সালে ব্রি’তে যোগদান করেন। পরবর্তীতে তিনি ০১/১০/১৯৯৩ থেকে ০৪/১০/১৯৯৩ এবং ০৬/১২/১৯৯৪ থেকে ০৩/০৭/১৯৯৫ পর্যন্ত ব্রি’র মহাপরিচালক এর দায়িত্ব পালন করেছেন। তিনি ৩১/১২/১৯৯৫ থেকে ৩০/১২/১৯৯৬ পর্যন্ত অবসর প্রস্ত্ততি ছুটি ভোগ শেষে ৩১/১২/১৯৯৬ তারিখ ব্রি’র চাকুরিতে পূর্ন অবসর গ্রহণ করেছেন। বর্তমানে তিনি বাসা-১০, ফ্লাট এ/১, রোড নং ১১৩/এ, গুলশান, ঢাকা-১২১২ তে বসবাস করছেন।