মরহুম ডঃ এস. বি. সিদ্দিক ১৯৪৫ সালের ১লা সেপ্টেম্বর চিটাগাং জেলায় জন্মগ্রহন করেন। তিনি ঢাকা কৃষি কলেজ থেকে ১৯৬৬ সালে বি.এ.জি দ্বিতীয় শ্রেণী লাভ করেন। এবং (১৯৬৬-১৯৬৮) সালে এম.এস.সি (এগ্রোনমি) তে দ্বিতীয় শ্রেণী লাভ করেন। তিনি যুক্তরাষ্টের কর্নেল বিশ্ববিদ্যালয়ে এগ্রোনমি বিষয়ে ২৭/০৮/১৯৮৪ থেকে ২৭/০৮/১৯৮৬ ইং পর্যন্ত পিএইচডি কোর্স করেন। এবং ২৭/০৮/ ১৯৮২ সালের এমএস ডিগ্রী অর্জন করেন। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে দেশে/বিদেশে প্রশিক্ষণ ও সেমিনারে অংশ গ্রহন করেন। তিনি ০১/১১/১৯৭০ তারিখে ব্রি’তে যোগদান করেন। তিনি ০২/১২/৯৭ থেকে ০৩/১২/১৯৯৭ এবং ০৫/১২/২০০১ থেকে ২৮/০৮/২০০২ পর্যন্ত ব্রি’র মহাপরিচালক এর দায়িত্ব পালন করেন। তিনি ব্রি’র চাকুরি থেকে ০১/০৯/২০০৩ তারিখে অবসর গ্রহন করেন।