মরহুম ড. নাজিরা কোরাইশী ৩০/০১/১৯৪৯ তারিখে নেত্রকোনা, ময়মনসিংহ-এ জন্মগ্রহণ করেন। তার স্থায়ী ঠিকানাঃ-গ্রাম- সানকি উড়া, ডাকঘর- লক্ষিগঞ্জ, থানা-নেত্রকোনা, জেলা- ময়মনসিংহ। তিনি নেত্রকোনা গার্লস এইচ.ই বিদ্যালয় থেকে ১৯৬৪ সালে এসএসসি, মুমিনুন্নেসা ওমেনস্ কলেজ থেকে ১৯৬৬ সালে এইচএসসি ও ১৯৬৮ সনে ইডেন মহিলা কলেজ থেকে বিএসসি পাশ করেন এবং ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণী বিদ্যা বিষয়ে এমএসসি সম্পন্ন করেন।
তিনি ব্রি’তে ২৫/০১/১৯৭৪ সনে বৈজ্ঞানিক কর্মকর্তা পদে কীটতত্ত্ব বিভাগে যোগদান করেন। পরবর্তীতে তিনি ০১/০১/১৯৮১ এসএসও, ২৯/০৩/১৯৮৬ পিএসও এবং ২১/১০/১৯৯৯ মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা পদে পদোন্নতি পেয়ে দীর্ঘ সময় কীটতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কাজ করেছেন। তিনি ব্রিতে কর্মকালীন সময়ে ফিলিপাইন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বিভিন্ন সময়ে তিনি দেশে বিদেশে প্রশিক্ষণ/ওয়ার্কশপ/সেমিনার/সভা/সিম্পোজিয়ামে অত্যন্ত দক্ষতার সাথে অংশগ্রহণ করেছেন। উল্লেখ্য যে, তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের UNDP এর অধীনে ১৯৯৭ সালে Integrated Pest Management এ Ecology Expart হিসেবে ২ (দুই) বছর কর্মরত ছিলেন।
পরবর্তীতে তিনি ১৮/০৪/২০০৫ তারিখ থেকে পরিচালক (গবেষণা) ও ০৮/০৬/২০০৫ থেকে পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) পদে দায়িত্ব পালন কালীন সময়ে ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) হিসেবে ২৯/১২/২০০৫ তারিখে পদোন্নতি পান এবং উক্ত পদ থেকে ২৮/০১/২০০৭ তারিখে অবসরে যান। তিনি ছিলেন NARS সিস্টেমে প্রথম নারী পরিচালক। তিনি PETRRA প্রকল্পের আওতায় Livelihood Improvement Through Ecology (LITE) এবং Ecologically-based Rodent Management প্রকল্প নিয়ে তিনি AID-Comilla এর সাথেও কাজ করেছেন।
অবসরকালীন সময়ে বিভিন্ন সামাজিক কর্মকান্ডসহ বনানীস্থ রোটারী ক্লাব এর সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি শনিবার দিনগত রাত বা ১৪ জানুয়ারি, ২০১৮ ভোর ২:১৫ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না ---রাজেউন)। মৃত্যুকালীন সময়ে তিনি দুই মেয়ে (রনি ও রিনি) এবং অনেক গুনগ্রাহী রেখে গিয়েছেন। আমরা তাঁর বিদেহী আত্ত্বার মাগফেরাত কামনা করছি।