ড. সালেহা খাতুন, ৮ ই এপ্রিল, ১৯৫৪ সালে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৮ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স) এবং সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ০১/০৩/১৯৭৯ তারিখে ব্রি’র উদ্ভিদ প্রজনন বিভাগে যোগদান করেছেন। তিনি ১৯৯৩ সালে যুক্তরাজ্য থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি দেশে/বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ/ওয়ার্কশপ ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। তিনি বিভিন্ন সময়ে ব্রি-আঞ্চলিক কার্যালয়ের দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৮ সালে পদোন্নতি পেয়ে সিএসও এবং উক্ত বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি ০৭/০৪/২০১১ থেকে ০৬/০৪/২০১২ তারিখ পর্যন্ত অবসর উত্তর ছুটি ভোগ শেষে ০৭/০৪/২০১২ তারিখ ব্রি’র চাকুরি হতে পূর্ণ অবসর গ্রহন করেছেন।