ব্রি আঞ্চলিক কার্যালয়, কুষ্টিয়া ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়। উঁচু গাঙ্গেয় নদী প্লাবনভূমি কৃষি পরিবেশ অঞ্চলের (কৃষি পরিবেশ অঞ্চল-১১) অন্তর্গত স্বল্প বৃষ্টিপাত এলাকায় অবস্থিত। কুষ্টিয়া অঞ্চলের মাটি উঁচু এবং মাঝারী উঁচু জমিতে হালকা বুনটের বেলে দোআঁশ হতে দোআঁশ। ধানভিত্তিক দুই ফসলী ও তিন ফসলী জমি এ এলাকার শস্য কৃষির প্রধান বৈশিষ্ট্য। কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর এবং মাগুরা জেলার গঙ্গাবাহিত পলি মাটি অঞ্চলের উঁচু জমিতে খরাসহিষ্ণু ধানের জাত ও লাগসই উৎপাদন প্রযুক্তি এই আঞ্চলিক কার্যালয়ের গবেষণার প্রধান বিষয়। এছাড়াও এই আঞ্চলিক কার্যালয়ে ব্রি-র বিভিন্ন প্রধান গবেষণা কার্যক্রম সমূহ যেমন, ধানের জাত উন্নয়ন, শস্য-মৃত্তিকা-পানি ব্যবস্হাপনা, বালাই ব্যবস্হাপনা, আর্থসামাজিক নীতি এবং প্রযুক্তি সম্প্রসারণ/হস্তান্তর-এর আওতায় গবেষণা ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়িত হয়।
মোঃ মাহবুবুর রহমান দেওয়ান
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) এবং প্রধান