১. বাংলাদেশে ধানের বিভিন্ন রোগের প্রাদুর্ভাব, ব্যাপ্তি এবং অবস্থা পর্যবেক্ষণের লক্ষ্যে জরিপ কাজ সম্পাদন করা।
২. ধানের বিভিন্ন রোগ সৃষ্টিকারী জীবাণুর population structures, biology, population dynamics, host range, host-pathogen interactions এবং epidemiology সংক্রান্ত গবেষণা কার্যক্রম সম্পাদন এবং উক্ত রোগসমূহের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ করা।
৩. ধানের রোগ প্রতিরোধের কৌলিক দিকসমূহের উপর গবেষণা কার্যক্রম সম্পাদন এবং একই সাথে বিভিন্ন রোগ প্রতিরোধী ধানের জাত/লাইন উদ্ভাবন করা।
৪. টেকসই, নিরাপদ ও লাভজনক ধানের রোগ ব্যবস্থাপনার উপর প্রযুক্তি উদ্ভাবন।
৫. বিভিন্ন রাসায়নিক বালাইনাশক, ফসলের আন্ত:পরিচর্যা, জৈবিক পদ্ধতি এবং উত্তম কৃষি পদ্ধতি (Good Agricultural Practices: GAP) ব্যবহার করে ধানের রোগসমূহের সমন্বিত দমন ব্যবস্থা উদ্ভাবন করা।
৬. যথাসময়ে ধানের বিভিন্ন রোগ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় আগাম ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে disease forecasting model উদ্ভাবন ।
৭. প্রিসিশন এগ্রিকালচার (Precision Agriculture) এবং ন্যানো প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ধানের রোগ দমন ব্যবস্থাপনা।
৮. বিভিন্ন মূখ্য এবং গৌণ রোগের কারণে ধানের ফলন হ্রাস নিরূপণ করা।
৯. ধানের রোগ ব্যবস্থাপনা সংশ্লিস্ট গবেষণা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে বিভিন্ন সরকারি, বেসরকারি এবং আর্ন্তজাতিক প্রতিষ্ঠানসমূহের সাথে যোগযোগ ও সমন্বয় সাধন করা।
১০. সংশ্লিষ্ট সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান এবং কৃষক পর্যায়ে ধানের বিভিন্ন রোগ সনাক্তকরণ এবং ব্যবস্থাপনা সংক্রান্ত প্রয়োজনীয় দিক নির্দেশনা ও প্রদান।