Wellcome to National Portal
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd August ২০২১

ডঃ নূর-ই-ইলাহী

মরহুম ডঃ নূর-ই-ইলাহী ১৯৫২ সালের ১৫ই জানুয়ারী মাসে নোয়াখালী জেলায় যাত্রাসিদ্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে ১৯৭১ সালে বি.এস.সি (অনার্স, এগ্রোনমি) থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন এবং ১৯৭২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়  ময়মনসিংহ থেকে এমএসসি (এগ্রোনমি) তে প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অর্জন করেন। ১৯৯০ সালে তিনি যুক্তরাষ্টের কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি গ্রহন করেন। ১৯৭৭ সালে তিনি ফিলিপাইন থেকে এক বছরের এমএস ডিগ্রী গ্রহন করেন। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে দেশে/বিদেশে প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহন করেন। তিনি ১৪/১২/১৯৭৪ তারিখে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর-এ বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি ২৯/০১/২০০৭ থেকে ১৩/০১/২০০৯ পর্যন্ত ব্রি’র মহাপরিচালক এর দায়িত্ব পালন করেন। তিনি ব্রি’র চাকুরি থেকে ১৪/০১/২০১০ তারিখে অবসর গ্রহন করেন।