Wellcome to National Portal
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd August ২০১৬

মরহুম ড. এম আমীরুল ইসলাম

মরহুম ড. এম আমীরুল ইসলাম, ১৯১৮ সালের জানুয়ারি মাসে নোয়াখালীর সেনবাগে জন্ম গ্রহণ করেন । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪১ সালে এবং ১৯৪২ সালে রসায়ন শাস্ত্রে বিএসসি অনার্স এবং এমএসসি ডিগ্রী অর্জন করেন । উভয় পরীক্ষায় তিনি প্রথম শ্রেণী লাভ করেন । মুসলিম ছাত্রদের মধ্যে তিনিই প্রথম রসায়নশাস্ত্রের বিএসসি অনার্স কোর্সে প্রথম শ্রেণী লাভ করেন । তিনি কিছুকাল All India Corporation এ চাকুরি করার পর ক্যালিফোর্নিয়ার বার্কলে থেকে ১৯৪৯ সালে মৃত্তিকা বিজ্ঞানে পিএইচডি লাভ করেন । ফিরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রনব প্রতিষ্ঠিত মৃত্তিকা বিজ্ঞান বিভাগে সিনিয়র লেকচাররার হিসেবে যোগদান করেন । ১৯৫০-১৯৬১ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তান সরকারের কৃষি রসায়নবিদ হিসেবে কাজ করেন । তিনি ছিলেন বাংলাদেশের মৃত্তিকা শ্রেণী বিন্যাসের অগ্রদূত । এছাড়া ও কৃষকের জমিতে সার নিয়ে পরীক্ষা কার্যক্রম এবং সার প্রয়োগ নির্দেশিকা প্রস্তুত তাঁর আরেকটি উল্লেখ যোগ্য কার্যক্রম । তিনি ১৯৬৬ সাল পর্যন্ত মৃত্তিকা জরিপ বিভাগের প্রথম পরিচালক এবং মহাপরিচালক ছিলেন । তিনি মৃত্তিকা সংক্রান্ত আধুনিক জরিপ কাজ শুরু করেন । ১৯৬৭ সালে তিনি পূর্ব পাকিস্তান কৃষি বিভাগের পরিচালক হিসেবে যোগ দান করেন । এরপর ১৯৭১ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তান ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন । ১৯৭১-৭২ সাল পর্যন্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে লভাইস-চ্যান্সেলর ছিলেন । স্বাধীনতার পর ১৯৭৩ সাল পর্যন্ত অফিসার অন স্পেশাল ডিউটি ছিলেন । অতঃপর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ( সে সময় পরিচালক বলা হতো ) ছিলেন ১৯৭৭ সাল পর্যন্ত । চাকুরি জীবনের শেষ দু’বছর (১৯৭৭-১৯৭৮) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন । তিনি আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট-এর ট্রাস্টি বোর্ডের মেম্বার ছিলেন ।  তিনি USAID, IFDC, FAO, CIRDAP, UNDP প্রভৃতি প্রতিষ্ঠানে কনসাল টেন্ট হিসেবে কাজ করেন । Advances in Agronomy এবং Soil Science text সহ তাঁর গবেষণা প্রকাশনার সংখ্যা ৬০টি । বিভিন্ন বইয়ে তাঁর প্রকাশনা থেকে উদ্ধৃত করা হয়েছে । ২০০১ সালের ৯ ফেব্রুয়ারি তিনি দেহ ত্যাগ করেন ।