Wellcome to National Portal
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ জুন ২০২১

জীব প্রযুক্তি বিভাগের ম্যান্ডেট

জীব প্রযুক্তি বিভাগ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ধানের জাত উন্নয়ন কর্মসূচীর একটি অন্যতম অঙ্গ। এই বিভাগ ধানের টিস্যুকালচার, মার্কার এসিস্টেড সিলেকশন (MAS), জিন পিরামিডিং, QTL সনাক্তকরন, ডিএনএ ফিংগার প্রিন্টিং, জেনেটিক ট্রান্সফরমেশন,  জেনম এডিটিং প্রভৃতি জীব প্রযুক্তির বিভিন্ন কলাকৌশল ব্যবহারের মাধ্যমে ধানের জাতের উন্নয়নের জন্য কাজ করে আসছে। এই বিভাগের অন্যতম প্রধান  ম্যান্ডেট হল ধানের ফলন বৃদ্ধি, গুনাগুন বৃদ্ধি, জীব ও অজীব পীড়ান সহিষ্ণু, পানি সাশ্রয়ী,স্বল্প জীবনকাল  সম্পন্ন উচ্চ ফলনশীল, প্রিমিয়াম বৈশিষ্ট্য, সুস্বাস্থের জন্য প্রয়োজনীয় নিম্ন জিআই  ও  এন্টি-অক্সিডেন্ট প্রভৃতি গুনাগুন সম্পন্ন নতুন নতুন ধানের জাত উদ্ভাবন করা। এছাড়ও অন্য ম্যান্ডেটগুলি হলো বৈজ্ঞানিক গবেষণাপত্র  ও বার্ষিক গবেষণা প্রতিবেদনপ্রকাশ করা; অবমুক্ত জাতসমূহের লিফলেট ও বুলেটিন প্রকাশ করা; দক্ষ মানব সম্পদ তৈরির অংশ হিসেবে মাস্টার্স ও পিএইচডি-তে অধ্যয়নরত শিক্ষার্থীদের গবেষণার ক্ষেত্রে সুপারভাইজ করা এবং কারিগরি সহায়তা প্রদান করা;সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানসমূহে আধুনিক ধানের জাতসমূহের তথ্যাবলী প্রচার করা এবং ধানের জাতসমূহের ব্যাপারে মতামত ও পরামর্শ আদান-প্রদান করা ইত্যাদি।