Wellcome to National Portal
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ মে ২০২৪

উদ্ভিদ শারীরতত্ত্ব বিভাগ

 
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) প্রতিষ্ঠার সময়, র্অথাৎ ১৯৭০ সনেই উদ্ভিদ শারীরতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠিত হয় যা এ যাবৎ ব্রি-র একটি অন্যতম প্রধান গবেষণা বিভাগ হিসেবে কাজ করছে। ব্রি উদ্ভদি শারীরতত্ত্ব বিভাগের প্রধান ম্যান্ডেটসমূহ হলো: ধান গাছের বৃদ্ধি-বিকাশ ও ধানের ফলনের ওপর বিভিন্ন অজৈব পীড়ন যেমন, বন্যা, লবণাক্ততা, উচ্চ ও নিম্ন তাপমাত্রা, খরা, ইত্যাদির প্রভাব বিষয়ে গবেষণা ও এসব ঘাত সহিষ্ণু ধানের জাত উদ্ভাবনে সহায়তা প্রদান; ধানের ফলন বৃদ্ধির জন্য শারীরবৃত্তীয় দক্ষতার উন্নয়ন; কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সালোক-সংশ্লেষণ ক্ষমতার উন্নয়ন যা ফলন ক্ষমতা বৃদ্ধি করবে এবং ধানের অবয়বগত বৈশিষ্ট্য উন্নয়নের মাধ্যমে বিদ্যমান ফলন সীমাবদ্ধতা ভেঙ্গে একটি নতুন সবুজ বিপ্লবের সূচনা করা। উদ্ভদি শারীরতত্ত্ব বিভাগের গবেষণার ফলাফলসমূহ ও তথ্যাদি বভিন্নি সময়ে ব্রি র্কতৃক নতুন নতুন অজৈব ঘাত সহিষ্ণু উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবনের গুরুত্বর্পূণ ভূমকিা রখেছে। এছাড়া, র্বতমানে ব্রি উদ্ভদি শারীরতত্ত্ব বিভাগের একটি অন্যতম অগ্রাধিকারভিত্তিক র্কাযক্রম হচ্ছে জলবায়ু পরিবর্তনের চলমান ও ভবিষ্যৎ ঘাত-প্রতিঘাত মোকাবিলা করে স্বাভাবিক বিকাশ ও ফলন বজায় রাখতে পারে এমন সব জলবায়ু-অভিযোজিত (climate smart) ধানের জাত উদ্ভাবনের জন্য বিভিন্ন উদ্ভদি শারীরবৃত্তীয় পরর্বিতন-পরিমার্জন-কৌশল প্রয়োগ সর্ম্পকতি মৌলিক ও ফলিত গবেষণা।
 

                                                                                                                                                                                     

 

 

 

 

 

                                                                                                                                                                                                     
 
উদ্ভিদ শারীরতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান 
ড. মোছাঃ ছালমা পারভীন
সিএসও এবং বিভাগীয় প্রধান
 
প্রকাশনা
উদ্ভিদ শারীরতত্ত্ব বিভাগের রূপান্তর
সিটিজেন চার্টার
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি
শুদ্ধাচার কৌশল (NIS) সম্পর্কিত কর্মপরিকল্পনা
ক্রয় পরিকল্পনা
ফটোগ্যালারী