Wellcome to National Portal
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ সেপ্টেম্বর ২০২২

হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সাফল্য

১) ব্রি আঞ্চলিক কার্যালয়, হবিগঞ্জ হতে ৮টি জলি আমন ধানের জাত চাষাবাদের জন্য অবমুক্ত করা হয় যেমন, হবিগঞ্জ আমন-১, হবিগঞ্জ আমন-২, হবিগঞ্জ আমন-৩, হবিগঞ্জ আমন-৪, হবিগঞ্জ আমন-৫, হবিগঞ্জ আমন-৬, হবিগঞ্জ আমন-৭  এবং হবিগঞ্জ আমন-৮ ২) বোরো মৌসুমে হাওর এলাকার উপযোগী হবিগঞ্জ বোরো ২, হবিগঞ্জ বোরো ৪, হবিগঞ্জ বোরো ৫, হবিগঞ্জ বোরো ৬, হবিগঞ্জ বোরো ৮, বিআর ১৭, বিআর ১৮ ও বিআর ১৯১৯ জাতের অবমুক্তি
৩) প্রতি বছর গড়ে ৪৫০ জন কৃষককে আধুনিক ধান চাষের উপর প্রশিক্ষণ প্রদান
৪) ·প্রতি বছর গড়ে ৩০ টন মানসম্পন্ন ধানের বীজ কৃষকদের মাঝে সরবরাহ এবং গড়ে ২০ টন ব্রিডার বীজ উৎপাদন।
৫) হাওর অঞ্চলের উপযোগী আধুনিক ধান চাষ প্রযুক্তি সম্প্রসারণের কার্যক্রম চলমান।