Wellcome to National Portal
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ অক্টোবর ২০১৪

ড. মোঃ আব্দুল জববার

ড. মোঃ আব্দুল জববার, ১ জুলাই ১৯৫০ সালে রংপুর জেলার চান্দখান গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স) এবং ১৯৭৫ সালে কৃষি অর্থনীতি খামার ব্যবস্থাপনা বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ০৮/০৬/১৯৭৬ তারিখে ব্রি’র কৃষি অর্থনীতি বিভাগে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসাবে যোগদান করেছেন। তিনি ১৯৮২ সালে ফিলিপাইন থেকে এমএস ডিগ্রি অর্জন করেন এবং যুক্তরাজ্যের University of East Anglia থেকে ১৯৯৬ সালে কৃষি অর্থনীতি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও তিনি দেশে/বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ/ওয়ার্কশপ ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। তিনি বিভিন্ন সময়ে প্রকল্প পরিচালক ও সহকারী পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি কৃষি অর্থনীতি বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে ০৭/০৪/২০০৫ থেকে দীর্ঘদিন বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন। তিনি ৩০/০৬/২০০৭ থেকে ২৯/০৬/২০০৮ তারিখ পর্যন্ত অবসর উত্তর ছুটি ভোগ শেষে ৩০/০৬/২০০৮ তারিখ ব্রি’র চাকুরি হতে পূর্ণ অবসর গ্রহন করেছেন।jj